বাইবেল স্টুডেন্টস্ ফেলোশীপ অব বাংলাদেশ

আমাদের লক্ষ্য

মিশন: ছাত্র-ছাত্রীদের খ্রীষ্টের কাছে আনার মধ্য দিয়ে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ, আত্মিক বৃদ্ধি ও সহভাগিতা দান এবং সেই সাথে খ্রীষ্টিয় নেতা হিসেবে গঠন যেন তারা ব্যক্তি, পরিবার এবং সমাজ পরিবর্তনে সহায়ক হিসেবে গড়ে ওঠে।

দর্শন: আমাদের অস্তিত্ব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে শিষ্যকরণ এবং স্থানীয় মণ্ডলীর সাথে অংশীদারিত্বের মধ্য দিয়ে ছোট ছোট দল গঠনে।

আমাদের উদ্দেশ্য

আমাদের প্রধান উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীরা সার্বিকভাবে বৃদ্ধি পায় ও যেন তাদের জীবনে থাকে …

  • সহভাগীতা
  • বাইবেল অধ্যয়ন
  • উৎসাহদান
  • সুসমাচার প্রচার

আমাদের পরিচয়

ছাত্র-ছাত্রীদের মাঝে পরিচালিত আমাদের এই সংগঠনে ছাত্র-ছাত্রীরাই ছাত্র-ছাত্রীদেরকে সাহায্য ও সহযোগীতা করে থাকে ও আমরা তাদের পাশে থাকি …

  • বাইবেল বিশ্বাসী
  • সুখবর প্রচারক
  • সহভাগিতা ভিত্তিক
  • আন্তঃমাণ্ডলিক
  • আর্থিকভাবে নির্ভরশীল
  • কোন মণ্ডলী নই

মূল ভাব

“আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পন কর; যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।” (২ তীমথিয় ২:২ পদ)