শেখার কোন বাঁধা নেই
অনলাইনে বাইবেলীয় শিক্ষার মাধ্যম
যীশু উত্তরে বললেন, “পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে।” – মথি ৪:৪ পদ
আমাদের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাই
বাইবেল অধ্যয়ন
বাইবেল অধ্যয়েন জন্য আমাদের অনেকগুলো উপকরণ রয়েছে। এগুলো বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে অনেক সহায়তা করে যেন আমরা ঈশ্বরের বাক্যকে আরও ভালভাবে বুঝতে পারি।
অনলাইন কোর্স
যে কোন সময় যে কোন জায়গা থেকে অনলাইনে শিক্ষা গ্রহণ করার করার জন্য এই আয়োজন করা হযেছে। নিজেরাও এই কোর্স করি ও অন্যদেরকেও এই কোর্সগুলো করার জন্য উৎসাহিত করি।
বিভিন্ন শিক্ষা
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে বিভিন্ন লেখকের কাছ থেকে পাওয়া লেখাগুলোকে আমরা এখানে সংগ্রহ করছি যেন আমরা বাইবেলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনের জন্য শিখতে পারি।
বাইবেলের পদ
বাইবেলের পদ মুখস্থ করা একটি ভাল অভ্যাস। আমরা বাইবেল থেকে অবশ্যই শিখতে পারি। এখানে প্রতিদিনের জন্য একটি করে বাইবেল পদ দিয়েছি যেন আমরা বাইবেলের পদ শিখতে আগ্রহী হই।
কোন বিষয় আরও গভীরভাবে জানতে আপনি কি করতে পারেন?
মণ্ডলীর পালক বা প্রাচীনরা আপনাকে সাহায্য করতে পারেন
আপনার মণ্ডলীর পালক ও বয়োজেষ্ঠ যারা আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। বাইবেলের বিভিন্ন শিক্ষা নিয়ে তাদের সাথে আলোচনা করুন যেন আপনি তাদের কাছ থেকে নিয়মিতভাবে শিখতে পারেন।
পরিবারে বড়রা আপনাকে সাহায্য করতে পারেন
নিজে বাইবেল অধ্যয়ন করার সময় যদি এমন কিছু বিষয় থাকে যা বুঝতে অসুবিধা হয় তবে সেগুলো নিয়ে পরিবারে বাবা-মা ও বড় ভাই-বোনদের সাথে আলোচনা করার মধ্য দিয়ে অনেক নতুন নতুন বিষয় শিখতে পারেন।
বিএসএফবি-র কর্মী ও গ্র্যাজুয়েটবৃন্দ আপনাকে সাহায্য করতে পারেন
আপনি আমাদের বিএসএফবি-র কর্মী ও গ্র্যাজুয়েটদের সাথে বাইবেলের বিভিন্ন শিক্ষাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের সবার লক্ষ্যই হল যেন আপনি বাইবেলের সুন্দর শিক্ষাগুলো জানতে পারেন ও বৃদ্ধি লাভ করতে পারেন।
২ তীমথিয় ২:১৫ পদ
যার উপর ঈশ্বর সন্তুষ্ট, অর্থাৎ যার লজ্জা পাবার কোন কারণ নেই সেই রকম কাজের লোক হিসাবে এবং যে নির্ভুল ভাবে সত্যের বাক্য শিক্ষা দেয় সেই রকম লোক হিসাবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করবার জন্য বিশেষভাবে আগ্রহী হও।